Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার কাউন্সিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুর রহমান সরদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৬(৩) ধারা অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

বার কাউন্সিল সভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

জয়নুল আবেদীন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর