Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা শান্ত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে আসামি টিপু মোল্লাকে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি টিপু মোল্লা মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। টিপু নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোটের চালক ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মধ্য রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় পর থেকে শান্তর স্পিডবোটের চালক টিপু পলাতক ছিল। ঘটনার পাঁচদিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে মামলা করেন। তথ্যপ্রযুক্তির ও র‌্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে আসামি টিপুকে গ্রেফতার করে।

আদালত পুলিশের সাব ইন্সপেক্টর সাফায়েত হোসেন জানান, ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আসামি টিপু মোল্লাকে আদালতে আনা হয়েছে। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

সারাবাংলা/এসআর

গ্রেফতার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

'ওয়াক্ত' দিয়ে শুরু হচ্ছে '২ষ'
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৬

‘বেসিস জাপান ডে’ অনুষ্ঠিত
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪

আরো

সম্পর্কিত খবর