বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাবু হোসেন (৩৫), সাকিবুল হোসেন (২২) ও জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নির্যাতন চালিয়ে তাদের হত্যা করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁচভুলাট, পুটখালী সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত, সাবু হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে। জাহাঙ্গীর একই থানার কাগজপুর গ্রামের মৃত ইউনুচ আলী মোড়লের ছেলে ও সাকিবুল হোসেন বেনাপোল দিঘীরপাড় এলাকার জামিল ঢালির ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত শূন্য লাইন হতে ৩০গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থান থেকে বিজিবির উপস্থিতিতে জাহাঙ্গীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ আরও জানায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সাবু হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে গেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে, বিকেলে ইছামতি নদীতে সাকিব হোসেনের মরদেহ ভেসে উঠলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
২১ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, তিনজনের মৃত্যু ও মরদেহ উদ্ধার নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে হয়তো মৃত্যুর কারণ জানাতে পারবো বলে তিনি জানান।