সারদায় অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআইয়ের আবেদন নিষ্পত্তির নির্দেশ
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩৬
ঢাকা: রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শকের (এসআই) করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বরাবরে করা এ আবেদন অবিলম্বে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জন এসআইকে অব্যাহতি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ ছাড়া প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ একাডেমির অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা দিপ্তি।
এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ৩১১জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়।
পরে চাকরি ফিরে পেতে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করেন অব্যাহতিপ্রাপ্ত ওই ৩১১ জন।
সারাবাংলা/কেআইএফ/এইচআই