Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৩১ দফা বাস্তবায়ন করে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭

টাঙ্গাইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। যারা চায়না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাদেরকে জবাব দেওয়া হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘আমরা তাদের কায়দায় জবাব দেবনা। আমরা আমাদের কায়দায় জবাব দেব। যা আমরা ৩১ দফায় বলেছি। সেই কাজগুলো সফল করার মাধ্যমেই আমরা ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারকে জবাব দিতে পারবো। তার জন্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে ‘

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীর সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, বিএনপির কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির ও বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকালে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। কর্মশালায় জেলার তৃনমূল পর্যায়ে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর