‘তাবলিগের দুই পক্ষের সংঘাত মুসলিম উম্মাহর জন্য উদ্বেগের’
১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:২৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:২৮
ঢাকা: তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘাত মুসলিম উম্মাহর জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বুধবার (১৮ ডিসেম্বর) পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘তাবলিগ জামায়াত বিশ্বের শান্তিপূর্ণ ও প্রেমময় ধারার একটি দাওয়াতি কাফেলা। মানুষের কল্যাণ কামনা করে বিনীত ও মাধুর্যময় ভাষায় দাওয়াত উপস্থাপন করার মাধ্যমে তাবলিগ জামায়াত সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কার্যক্রম হিসেবে সমাদৃত হয়ে আসছে। কিন্তু, মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতে দুটি ধারা তৈরি হয়েছে; যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়া মুসলিম উম্মাহর জন্য উদ্বেগের।’
তিনি বলেন, ‘আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যে সব ঘটনা ঘটছে, তা কল্পনাতীত। ইসলামের দাওয়াতি মেজাজ, তাবলিগের ইতিহাস ও চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না। পরিস্থিতির ভয়াবহতা এবং তার করুণ পরিণতি বিবেচনায় উম্মাহর যে কোনো সদস্যের ন্যায় আমরাও ব্যথিত।’
উভয় পক্ষের নেতাদের উদ্দেশে সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করুন। দেশের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরাম এবং প্রয়োজনবোধে দেওবন্দ, করাচি ও আরবের সর্বজন স্বীকৃত উলামায়ে কেরামের মসন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন। যেভাবেই হোক এ ধরনের হানাহানি পরিহার করুন।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা পরিষদ সদস্য আতিয়ার রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান জাফরী, প্রবাসী বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক আন্দোলন নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম