বিক্রি কম খুলনার ইসলামি বইমেলায়
১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬
খুলনা: খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কে চলছে ৫ দিনব্যাপী ইসলামি বইমেলা। মেলায় মানুষের আনাগোনা বেশি থাকলেও বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা।
বুধবার (১৮ ডিসেম্বর) মেলার দ্বিতীয় দিন রাতে বইমেলায় গিয়ে দেখা যায়, স্টলগুলোতে অনেকেই ভিড় করেছেন। কেউ কেউ পছন্দের ধর্মীয় বই কিনতে ব্যস্ত। অনেকই বই নিয়ে ছবিও তুলছেন। এ বছর মেলায় ৩৮টি স্টলে শতাধিক প্রকাশনী অংশ নিয়েছে। মেলার আয়োজনে রয়েছে আদ দ্বীন শপ। এ ছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি।

মেলায় বইয়ের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। ছবি: সারাবাংলা
পুনরায় প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয়কর্মী মাহামুদ হাসান বলেন, গতকাল (১৭ ডিসেম্বর) থেকে আজ (১৮ ডিসেম্বর) মেলায় বিক্রি অনেকটা কম। মেলার প্রথমদিন পাঠকের উপস্থিতি বেশি ছিল। আমার স্টলে ৪০ জনের অধিক লেখকের বই রয়েছে। এ বছর শিশুতোষ, উপন্যাস, ভূতের গল্পের বইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইতিহাস, বিশ্লেষণ ও দর্শনের বইয়ের কোন পাঠক নেই।
আবরন প্রকাশনী সংস্থার স্টলে বিক্রয়কর্মী মো: মেরাজ বলেন, বই বিক্রি মোটামুটি ভালো। প্রায় ৭০ জন লেখকের বই নিয়ে মেলায় অংশ নিয়েছি। মেলার বাকি দিনগুলোতে আশা করি বেচাকেনা ভালো হবে।
আয়োজকরা জানান, মেলা ৫ দিনব্যাপী চলবে। মেলায় খুলনাবাসীর উপস্থিতি আগামী বছর মেলার আয়োজনের পরিধি আরও বাড়াবে।
সারাবাংলা/এনজে