চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে ২৮ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর টাইগারপাসের রেলওয়ে কলোনীর এক পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়েই কিছুক্ষণ আগে আমরা এখানে এসেছি। যে ভবনের সিঁড়িতে ওই যুবকের লাশ পেয়েছি সেটা পরিত্যাক্ত ছিল। স্থানীয়রা বলছে এ ভবনে কয়েকজন থাকত। রাতে নেশা করে সকালে আবার চলে যেত। লাশ দেখে মনে হচ্ছে তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার মুখমণ্ডল পঁচে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করতে পারিনি। তার শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়েও তার মৃত্যু হতে পারে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/ইআ