প্রাথমিকের সময়সূচি ৫ ঘণ্টা করার দাবি শিক্ষকদের
১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩
ঢাকা: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত— পাঁচ ঘণ্টা নির্ধারণ করার দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আরও কয়েকটি দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করতে হবে। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে।
এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করার দাবিও জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করতে হবে।
এছাড়া শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
আগামী ৯ জানুয়ারির মধ্যে শিক্ষকদের এসব দাবি মানা না হলে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, মো. মুনির হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, আনিসুর রহমান, তপন কুমার মণ্ডল এবং জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতারসহ অন্যান্যরা।
সারাবাংলা/এসবি/ইআ
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়