ময়মনসিংহে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮
ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলার সোহাগ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র্যাব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে শরিয়তপুর ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- কদিম ডৌহাখলার মো. জয়েনুদ্দিন টিক্কার দুই ছেলে মেহেদী হাসান (২৪) ও এহসানুল হক মিলন(২২), রাজিবপুরের খোরশেদ আলীর ছেলে মামুন (২২) ও মৃত মনির উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম(৪৫)।
ময়মনসিংহ র্যাব ১৪ এর মিডিয়া অফিসার নাজমুল ইসলাম জানান, পুর্ব শত্রুতার জেরে ২৭ নভেম্বর বিকেলে উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযুক্তরা সোহাগকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।
র্যাব জানায়, এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম বাদি হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।
নাজমুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুরের নড়িয়া থেকে মেহেদী, মিলন ও মামুনকে ও চট্টগ্রামের পাচলাইশ থেকে রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসআর