Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯

জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হুইপ জয়নুল আবদিন ফারুক

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদে এই নাগরিক সমাবেশ আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘এই আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর দেশের মানুষের ওপর নির্মমভাবে গুম-খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। গত জুলাই-আগস্টে ছাত্র- জনতার গণআন্দোলনে গণহত্যা চালিয়েছে। এ দেশে আওয়ামী লীগ আর কখনও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দেবে না।’’

তিনি আরও বলেন, ‘‘শেখ হাসিনা এই দেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিলেন, এর ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তার পতন হয়। তিনি পালাতে বাধ্য হন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না।’’

ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি।’’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইত, তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, যদি বাংলাদেশে গণতন্ত্র চান।’’

বিজ্ঞাপন

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘ড. ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার জরুরি।’’

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, সাবেক সংসদ সদস্য নুর আফরোজ জ্যোতি প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক