Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদানির সঙ্গে চুক্তি এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯

ভারতের আদানি পাওয়ার

ঢাকা: বিদ্যুৎ সুবিধা পেতে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদের যে চুক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার করেছিল, তা এগিয়ে নিতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকার। আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান।

অন্তর্বর্তী সরকারের অভিযোগ, ২০১৭ সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ারের সঙ্গে আওয়ামী লীগ সরকার যে চুক্তি করেছিল সেখানে ট্যাক্স সুবিধা রাখা হয়নি। এটাকে সরকার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিলেন। অন্য যেকোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় এখানে খরচও অনেক বেশি। এখন এই চুক্তির ব্যাপারে নতুন করে আলোচনার কথা ভাবা হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘আদানির সরবরাহ ছাড়াই বিদ্যুতের এখন যথেষ্ট অভ্যন্তরীণ সক্ষমতা রয়েছে। এখন পরিকল্পনা ২৫ বছর মেয়াদী চুক্তিটি পুনরায় চালু করা।’

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে সরবরাহ শুরু হওয়ার পর থেকে ঢাকা আদানি পাওয়ারকে অর্থ পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখনো সরবরাহের বিপরীতে বাংলাদেশের কাছে কয়েক মিলিয়ন ডলার পাবে আদানি পাওয়ার।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আদানি এগিয়ে নিতে চায় চুক্তি টপ নিউজ

বিজ্ঞাপন

ফারদিন খানের ‘আহারে’
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর