কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘেরাও করে রেখেছে র্যাব-পুলিশ
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির খবর পেয়ে ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এরপর পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য সেখানে হাজির হন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।
তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা ধারণা করছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করানো হচ্ছে।’
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম