Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক শিল্পের উন্নয়নে আধুনিকায়নের বিকল্প নেই’

সারাবাংলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২০

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পোশাক শিল্প নিয়ে এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। আর এই আধুনিকায়নে বিশ্বের গার্মেন্টস মেশিনারিজ উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান জ‍্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নগরীর হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র পোশাক শিল্প মালিকসহ ব্যবসায়ীদের নিয়ে একটি পরিকল্পিত নগরী গড়ার পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের গার্মেন্টস মালিকদের সামনে নিত‍্য নতুন প্রযুক্তি বিভিন্ন মেশিন উপস্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জ‍্যাকের শীর্ষ কর্মকর্তারাসহ পোশাক শিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘গার্মেন্টস সেক্টরে রূপান্তর শুরু হয়েছে। সেই রুপান্তর ধারণ করে লক্ষ‍্যে পৌঁছাতে হবে। সেই লক্ষে পৌছানোর জন্য এফ এম ও জ্যাক নতুন সেলাই মেশিনসহ নানা ধরণের মেশিনারিজ প্রস্তুত ও বাজারজাত করছে। বক্তারা গার্মেন্টস সেক্টরে “ছোট অর্ডার, দ্রুত প্রতিক্রিয়া এবং চাহিদা ভিত্তিক উৎপাদন” এর মাধ‍্যমে এই লক্ষ‍্য অর্জন সম্ভব।’

‘নতুন মানের উৎপাদনশীলতায় বাংলাদেশে পোশাক উৎপাদনের ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারে। জ‍্যাক গার্মেন্টস খাতের চলার পথ প্রশস্থ করতে নতুন মেশিন উদ্ভোদনসহ নিরলস কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক প্রথম সহ সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, জ‍্যাকের প্রতিনিধি ফজলে করিম লিটন ছাড়াও চীন থেকে আসা জ‍্যাকের শীর্ষ কর্মকর্তারা বক্তব‍্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

ফারদিন খানের ‘আহারে’
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর