Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো: দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়িতে ভিআইপি টাওয়ারে চট্টগ্রাম-১০ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, তুষ্ট হলে চলবে না। কারণ এখনও নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অনেক দোসর এখনও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল আছে। তারা সুযোগের অপেক্ষায় আছে, তাই আমাদের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। সর্বোচ্চ সংযম প্রদর্শন করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

‘আগামী নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে। আগামী নির্বাচনে আমাদেরকে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে জনগণের রায় নিজেদের পক্ষে আনতে হবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। দলে সুবিধাবাদীদের অনুপ্রবেশ যাতে না ঘটে এবং দলের নাম ব্যবহার করে কেউ যাতে কোন অপকর্ম করতে না পারে সেজন্য সাবধান হতে হবে।’

নগরীর ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমীর উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমপি

বিএনপি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর