পুলিশের কাছে ডাকাতদের ২ আবদার
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৭
ঢাকা: কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাত প্রবেশের পর আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। ডাকাতদের আত্মসমর্পণের জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তারা নেগোসিয়েশনের জন্য পুলিশকে দু’টি শর্ত জুড়ে দেয়।
এর মধ্যে প্রথম শর্ত হলো- ব্যাংক থেকে লুণ্ঠিত ১৫ লাখ টাকা তারা নিয়ে নিতে চায়। এবং দ্বিতীয় শর্তটি হলো ডাকাত দলের ১২ সদস্যকে নিরাপদে চলে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ডাকাত দলের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তাদের শর্তের বিষয়ে কথা হচ্ছে। একইসঙ্গে ডাকাতদের প্রস্তাবে রাজি হওয়া এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া র্যাব, পুলিশ, অ্যান্টি টেররিজমের সদস্যরা প্রস্তুত রয়েছে। যেকোনো সময় আমরা অভিযানেও যেতে পারি।’
উল্লেখ্য, এদিন দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ১২ জনের ডাকাত দল প্রবেশ করে। এর পর তারা ব্যাংকে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। এখনও তারা জিম্মি অবস্থায় রয়েছে।
আরও পড়ুন:
- পুলিশের কাছে ডাকাতদের ২ আবদার
- ব্যাংকের ভেতরে ১২ ডাকাত ও ১২ জিম্মি, অভিযানের সিদ্ধান্ত
- কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘেরাও করে রেখেছে র্যাব-পুলিশ
সারাবাংলা/ইউজে/পিটিএম