ঢাকা: কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখা জিম্মি করেছিল ডাকাতরা। কিন্তু যৌথবাহিনীর স্পেশাল ফোর্স দেখার পর আগ্নেয়াস্ত্রসহ তাদের তিন জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘র্যাব পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর স্পেশাল ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আমরা ফের ডাকাতদের আত্মসমর্পণের জন্য অনুরোধ করি। এর কিছুক্ষণ পরেই তিন জন আগ্নেয়াস্ত্রসহ হাত উঁচু করে বেরিয়ে আসে। এরপর তাদের আটক করা হয়।’
ডিআইজি আওলাদ বলেন, ‘এখন তাদের দিয়ে বাকি ডাকাতদের আত্মসমর্পণের জন্য আহবান জানানো হচ্ছে। আশা করা যাচ্ছে বাকিরাও আত্মসমর্পণ করবে। এখন পর্যন্ত সবাই অক্ষত রয়েছে এবং কোন আর্থিক ক্ষতি হয়নি।’
অন্যদিকে, জিম্মিকারীদের উদ্ধারে অভিযানেরও প্রস্তুতি নেওয়া আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এদিন দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ১২ জনের ডাকাত দল প্রবেশ করে। এর পর তারা ব্যাংকে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। এখনও তারা জিম্মি অবস্থায় রয়েছে।
- পুলিশের কাছে ডাকাতদের ২ আবদার
- ব্যাংকের ভেতরে ১২ ডাকাত ও ১২ জিম্মি, অভিযানের সিদ্ধান্ত
- কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘেরাও করে রেখেছে র্যাব-পুলিশ