বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী
১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৪২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:০৮
বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি, এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন বহু আগেই। নানা জটিলতায় বারবার আটকে গিয়েছিল হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা। অবশেষে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে তার। বাফুফে এক ঘোষণায় নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার অনুমতি পেয়েছেন হামজা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না এই লেস্টার সিটি ফুটবলারের।
লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা নিজের পিতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেক আগে থেকেই মুখিয়ে ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল হামজার। তবে ফিফার অনুমতি পেতেই বেশ হ্যাপা পোহাতে হচ্ছিল তার। ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে ঝুলে ছিল হামজার আবেদন।
গত জুনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। আগস্টে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতিও মিলেছিল। অপেক্ষা ছিল শুধু ফিফার। সেই ফিফাও আজ আনুষ্ঠানিকভাবে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, বাংলাদেশের হয়ে খেলা অনুমতি পেয়েছেন হামজা। বাংলাদেশের আগামী ম্যাচেই মাঠে নামতে পারবেন হামজা। হামজার বাংলাদেশের হয়ে খেলা দেশের ফুটবলের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে, এমনটাই প্রত্যাশা বাফুফের।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজা জানিয়েছেন, বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। তার বর্তমান ক্লাব লেস্টারও নিজেদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরটি প্রকাশ করেছে।
আগামী বছরের ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।
সারাবাংলা/এফএম