Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২১:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মতিঝিলে বিআরটিসির বাস চাপায় অজ্ঞাত (৪৫) বছরের এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতিঝিল মেট্রোরেল স্টেশন সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে।

ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা রিকশাচালক সাইফুল ইসলাম জানান, ওই নারী ভিক্ষুক ছিল। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ভিক্ষাবৃত্তি করত। সন্ধ্যার দিকে ওই নারী স্টেশনের নিচে ভিক্ষা করছিল। এসময় একটি দ্বিতল বিআরটিসি বাস পিছনের দিকে আসতে গিয়ে ওই নারীকে চাপা দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর