‘সরকারের সংস্কারে কোনো কোনো দল বাধা দিচ্ছে’
১৯ ডিসেম্বর ২০২৪ ২১:০৪
ঢাকা: অন্তর্বর্তী সরকারের সংস্কারে কোনো কোনো দল বারবার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এ গণসমাবেশ আয়োজন করা হয়।
ফয়জুল করিম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কারে কোনো কোনো দল বারবার বাধা দিচ্ছে। কারণ, সিন্ডিকেট করে লুটপাট করার জন্য তাদের ঐক্য হয়েছে। এক চোর চুরি করে আরেক চোরকে সুযোগ করে দিয়েছে। তাদের বক্তব্য এমন, এত দিন আমরা করেছি, এখন তোরা কর। এই চোরদের আর ক্ষমতায় দেখতে চাই না। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে, তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। ৫ আগস্টের পরে যারা দখলদারিত্ব করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম ও অবিচার করেছে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে অনেক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। তবুও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেকবার দল ও ব্যক্তির পরিবর্তন হলেও নীতি-আদর্শের পরিবর্তন হয়নি। দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না।’
ফয়জুল করীম বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বারবার আন্দোলন-সংগ্রাম করলে ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে।’
তিনি বলেন, ‘বৈষম্য দূর হওয়ার প্রত্যাশায় দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ মনে করেছিল শান্তি ও মুক্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এ জন্য জীবনের মায়া ত্যাগ করে দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ফ্যাসিস্টরা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু, মিথ্যা মামলার পাহাড়, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনও দেখছি। তাহলে মানুষ কেন জীবন দিয়েছিল? আহত হয়েছিল? শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য?’
ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশীদ, মাওলানা আব্দুল মতিন,মুফতি মুহিব্বুল্লাহ, ও প্রভাষক মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসআর
ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম