Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে ডাকাতরা, বাইরে থেকে গেটে তালা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২১:১২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:৩১

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক জিম্মি করা ৩ ডাকাতের আত্মসমর্পণ

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি করতে তিন ডাকাত গ্রাহক সেজেই প্রথমে প্রবেশ করেন। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে ওই সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন তারা।

ম্যানেজার বাইরে থাকায় বিষয়টি তাকে জানানো হলে তিনি বাইরে থেকে নিরাপত্তাকর্মীকে তালা লাগাতে বলেন এবং সেইসঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিতে বলেন। এর পর মসজিদ থেকে ব্যাংকে ডাকাত পড়ার কথা জানানো হয়। পরে যৌথবাহিনীর স্পেশাল ফোর্স চলে এলে ডাকাতরা আত্মসমর্পণ করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি, জনগণের কোনো আমানতও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।’

রূপালী ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘ডাকাতরা হানা দেওয়ার সময় ব্যাংকে মোট ছয় জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সেসময় ব্যাংকের ছিলেন সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দুজন ফায়ার গার্ড। ব্যাংকের ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।’

ইসমাইল হোসেন শেখ বলেন, ‘অস্ত্র দিয়ে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুট করতে এসেছিলেন তিন ডাকাত। গ্রাহক সেজে তারা ব্যাংকে প্রবেশ করেন।’

এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

বিজ্ঞাপন

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

আরও পড়ুন: 

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ ডাকাতি রূপালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর