Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি ব্যর্থ, সূক্ষ্ন কারচুপি হয়েছে


২১ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বরাবরের মতো এবারও ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে সূক্ষ্ন কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে দলের সর্বশেষ পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিএনপির অভিযোগ সঠিক নয়।’

আর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে রিজভী বলেন- ‘আওয়ামী লীগ ও মহাজোটের ক্যাডার এবং প্রশাসনের দায়িত্বরত সরকারদলীয় লোকেরা বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীর এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমনকি ধানের শীষের প্রার্থী কাওছার জামান বাবলাকে কেন্দ্র পরিদর্শনে যেতে বাধা দেয়া হয়েছে। আজ্ঞাবহ ইলেকশন কমিশনের ব্যর্থতার কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়নি। নির্বাচন শুরুর পর থেকে কেন্দ্র দখলে সেই বাস্তবতা ফুটে উঠেছে।’

‘মহাজোট সরকারের মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত সারা দিন নির্বাচনী এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তার করলেও নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রেখেছে’— অভিযোগ রিজভীর।

তিনি বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সরকার নানাভাবে সিটি করপোরেশনের ভোটারদের মধ্যে আতঙ্ক  ও ভীতির সৃষ্টি করছে। তারই প্রতিফলন ঘটলো ভোটারদের টার্ন আউটের মধ্য দিয়ে।’

‘ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কারণেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার একেবারেই কম। আমরা পূর্বেই বলেছি, ভোট চুরি দুইভাবে হতে পারে- একটি হলো ভোট সন্ত্রাসের মাধ্যমে। অন্যটি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। রংপুর সিটি নির্বাচনে দুই পদ্ধতিই প্রয়োগ করেছে সরকার’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘ফতেপুর স্কুল ও দেউডোবা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন,  ‘ভোট দিতে ব্যাপকভাবে বাধা দিয়েছে আওয়ামী কর্মীরা। এছাড়া কেল্লাবন্দ ভোট কেন্দ্র সন্ত্রাসী কায়দায় দখলে নিয়ে কিছু সময় ব্যালট পেপারে সিল মেরেছে। অন্যান্য কেন্দ্রগুলোতেও বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারার খবর পাওয়া গেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল মালেক, আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর