Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে থেকেই বছর শেষ মেসির আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ০৮:৫০ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০০

কোপা জয়ের পর আর্জেন্টিনা

২০২৩ সালে দারুণ পারফর্ম করে র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করেছিলেন তারা। ২০২৪ সালেও এর ব্যতিক্রম হলো না। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের বছরে টানা দ্বিতীয়বারের মতোই ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল লিওনেল মেসির আর্জেন্টিনা।

সব টুর্নামেন্ট মিলিয়ে বছরটা দারুণ কেটেছে আর্জেন্টিনার। ২০২১ সালে জেতা কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছিলেন মেসিরা। সেই মিশনে দারুণভাবেই সফল হয়েছেন তারা। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই টানা দ্বিতীয় কোপা শিরোপা উঁচিয়ে ধরেছেন মেসিরা।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও সমান উজ্জ্বল ছিল আর্জেন্টিনা। কিছু ম্যাচে হোঁচট খেলেও বছরজুড়েই মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লাতিন অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত তাদের।

২০২৪ সালে শেষবারের মতো র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। আর এই র‍্যাংকিংয়ে শীর্ষে আছে আর্জেন্টিনাই। ১৮৬৭.২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মেসিরা। ১৮৫৯.৭৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউরোজয়ী স্পেন।

র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড, পঞ্চম স্থানে আছে বছরজুড়ে ধুঁকতে থাকা ব্রাজিল। পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি আছে সেরা দশে।

৮৯৮.৮১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ১৮৫তম স্থানে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ফিফা র‍্যাংকিং লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর