Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন গেলেন সালাহউদ্দিন আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গেলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তার মেয়ে থাকেন। মেয়ের কাছেই যাচ্ছেন সালাহউদ্দিন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সারাবাংলা/এজেড/এনজে

বিএনপি লন্ডন সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর