Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ঈদ শুক্রবার


১৪ জুন ২০১৮ ২৩:০৫

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা : শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে।

চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরবে ঈদ ঘোষণা করা হয়েছে বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতেও চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর