শেষ ২ টেস্টে অস্ট্রেলিয়া দলে কনস্টাস চমক
২০ ডিসেম্বর ২০২৪ ১৪:২২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪
এবারের সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা স্যাম কনস্টাস শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি অস্ট্রেলিয়া স্কোয়াডে। তবে ভারতের বিপক্ষে সিরিজের শেষভাগে এসে কপাল খুলেছে এই ১৯ বছর বয়সী ওপেনারের। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কনস্টাস।
কনস্টাস না ম্যাকসোয়েনি, অজি নির্বাচকদের বেছে নিতে হতো যেকোনো একজনকে। শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছিলেন ম্যাকসোয়েনিকেই। নির্বাচকদের সেই ভরসার প্রতিদান দিতে পারেননি তিনি। প্রথম তিন টেস্টেই ব্যর্থ তিনি। ছয় ইনিংসে তিনি করেছেন মাত্র ৭২ রান। গড় ১৪.৪০, স্ট্রাইক রেট ৩৩.৯৬। ম্যাকসোয়েনিকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন জাসপ্রীত বুমরাহ। পাঁচ ইনিংসে চারবারই বুমরাহর বলে আউট হয়েছেন ম্যাকসোয়েনি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে গত মৌসুম থেকেই আলোচনাতে ছিলেন কনস্টাস। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে শুরু করে বিগ ব্যাশ, সবখানেই দুর্দান্ত ব্যাটিং করে অবশেষে জাতীয় দলে জায়গা করে নিলেন এই তরুণ ব্যাটার। ম্যাকসোয়েনির পরিবর্তে তাকেই নেওয়া হয়েছে শেষ দুই ম্যাচের জন্য।
ইনজুরিতে পড়া জস হ্যাজলউডের পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন পেসার ঝাই রিচার্ডসন। সবশেষ ২০২১ সালে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি।
সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতা। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।
অস্ট্রেলিয়া স্কোয়াড– প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।
সারাবাংলা/এফএম