আর্মি স্টেডিয়ামে কনসার্ট: যানজট রোধে উন্মুক্ত বিকল্প সড়ক
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:০১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯
ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্পিরিট অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত আর্মি স্টেডিয়ামের চ্যারিটি কনসার্ট ঘিরে মহাখালী-বনানী সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যানজট এড়াতে ডিএমপির পক্ষ থেকে সড়ক বিভাগের সহযোগিতায় বিভিন্ন সড়ক উন্মুক্ত করা হয়েছে।
আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) ওই চ্যারিটি কনসার্ট সামনে রেখে শুক্রবার (২০ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে বিকল্প সড়ক উন্মুক্ত করার তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানিয়েছেন, যানজট এড়াতে শনিবার যেকোনো যানবাহন টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এসব যানবাহন এক্সপেসওয়ে ব্যবহার করে ঢাকার দক্ষিণাঞ্চল থেকে কুড়িল ও উত্তরা যেতে পারবে। আবার কুড়িল বা উত্তরা থেকেও যেকোনো যানবাহন ঢাকার দক্ষিণাঞ্চলে যেতে পারবে। এর জন্য তাদের টোল দিতে হবে না।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের টিকিট দেখিয়ে শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে যেতে পারবেন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে।
চ্যারিটি কনসার্টের উদ্যোগকে সফল করতে সেনাবাহিনী বিনা ভাড়ায় আর্মি স্টেডিয়াম ব্যবহারের সুযোগ করে দিয়েছে। কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবার নিয়ে কর্মরত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ জমা হবে।
সারাবাংলা/ইউজে/এমপি/টিআর