Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সামনে বড় সুযোগ দেখছেন বিশপ

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৭

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করল বাংলাদেশ

টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরটা যেন একেবারেই ভালো যাচ্ছিল না। টি-২০ সিরিজে তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল বাংলাদেশের সামনে। সেই চ্যালেঞ্জটা দারুণভাবে নিয়েছে লিটন দাসের দল। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের বদলা নিয়েছেন তারা। এমন দারুণ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ বলছেন, এই বাংলাদেশের সামনে এখন বড় কিছু করার সুযোগ তৈরি হয়েছে।

ওয়ানডে সিরিজের হতাশা ঝেড়ে ফেলে টি-২০ ফরম্যাটে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই সিরিজে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ব্যাট হাতে শামীম, জাকেরদের আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার। টপ অর্ডার ব্যর্থ হলেও দলের মিডল ও লোয়ার মিডল অর্ডারের সুবাদেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। পেস বিভাগে তাসকিন, হাসান, সাকিবরা আগুন ঝড়িয়েছেন। স্পিন জাদুতে ক্যারিবিয়ান ব্যাটারদের ধরাশায়ী করেছেন মাহেদি, রিশাদরা।

বাংলাদেশ দলের এই পারফরম্যান্স মুগ্ধ করেছে ধারাভাষ্যকার ইয়ান বিশপকেও। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, তোমাদের দারুণ সুযোগ আছে অসাধারণ এই তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলকে তৈরি ও পরিচর্যা করার। ব্যাটিংয়ে অনেক শক্তি আছে। ফাস্ট বোলিং প্রতিনিয়তই উন্নতি করছে। এই সুযোগ হারাতে দিও না। তবে ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এমনটাই আশা করি।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর