কৃত্রিম দ্বীপে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে চীন
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯
কৃত্রিমভাবে গড়ে তোলা দ্বীপে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে চীন। দেশটির উত্তরপূর্ব উপকূলে নির্মাণাধীন ‘দালিয়ান জিনজৌ বে আন্তর্জাতিক বিমানবন্দর’ তৈরি হবে ২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে। এতে থাকবে চারটি রানওয়ে, ৯ লাখ বর্গমিটারের সুপরিসর যাত্রী টার্মিনাল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বিমানবন্দর প্রকল্পের প্রথম ধাপ চালু হবে ২০৩৫ সালে। প্রতি বছর আট কোটি যাত্রী যাতায়াত করবে এই বিমানবন্দর দিয়ে। বছরে চলাচল করবে প্রায় পাঁচ লাখ ৪০ হাজার ফ্লাইট।
নির্মাণকাজ শেষ হলে দালিয়ান জিনজৌ বে আকারে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ও জাপানের কানসাই বিমানবন্দরকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ বিমানবন্দরে পরিণত হবে। তবে জটিল ভূতাত্ত্বিক গঠন, ড্রিলিং কাজে জটিলতা, উচ্চ মানের চাহিদা ও সময়সীমার সীমাবদ্ধতা এর নির্মাণকাজে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রকল্পের প্রধান প্রকৌশলী লি জিয়াং।
প্রায় ৭৫ লাখ জনসংখ্যার শহর দালিয়ান জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র হিসেবে স্বীকৃত। তবে শহরটিতে বর্তমানে চালু রয়েছে প্রায় এক শতাব্দী আগে গড়ে তোলা দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দর, যা সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার সম্প্রসারণ করা হয়েছে।
নতুন বিমানবন্দরের জন্য স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছিল ২০০৩ সালে। তবে এর প্রকৃত নির্মাণকাজ শুরু হয়েছে মাত্র কয়েক বছর আগে।
কেবল দ্বীপ বিমানবন্দরই নয়, চীন ২০৩৫ সালের মধ্যে ৪৫০টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে, যা দেশটির বিমান চলাচল খাতের দ্রুত সম্প্রসারণকে নির্দেশ করে। চীন শিগগিরই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় বিমান চলাচল বাজারে পরিণত হতে চলেছে।
সারাবাংলা/এনজে