Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পেট্রোল পাম্পে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন

ভারতের জয়পুরে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করা হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেট্রোল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার ছিল। সেখানে আরেকটি ট্রাক এসে হঠাৎ করে ধাক্কা দেয়। এতে পেট্রোল পাম্পে আগুন লাগে। আগুন ধীরে ধীরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ভয়াবহতা এত বেশি যে পাশে থাকা আরও কয়েকটি গাড়িতে তা ছড়িয়ে পড়েছে। এতে মনে হচ্ছে, মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, আগুনে দগ্ধদের উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকারীরা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেট্রোল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।

প্রাথমিক অবস্থায় জানা গেছে, কেমিক্যাল ভর্তি ট্রাকটি অন্য গাড়িতে ধাক্কা দেওয়ার পরই আগুন ধরে যায়। তবে কতটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনিশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সমস্ত যানবাহন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করলেই ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আগুন নিহত পেট্রোল পাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর