Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশী বিতাড়িত

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১

ট্রাম্প অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ২ লাখ ৭০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে বিতাড়িত করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে গতকাল বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করা হলো। ট্রাম্প অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিএনএনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই ওঠে এসেছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে করা এটাই চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন। এই সংখ্যা গত দশক বা ২০১৪ সালের পরে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ (আইসিই) এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে এসেছিলেন। তাদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১২ মাসে বিতাড়িত হওয়া মানুষদের এই হিসাব তুলে ধরা হয়েছে। সময়টিতে ট্রাম্প তার নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রচারে অভিবাসন ইস্যুটি ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছিলেন।

ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন তিনি।

ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি অপরাধ করে । তার এই ধারণা ভোটারদের কাছে জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে। তবে কিভাবে এই অভিযান পরিচালানো হবে, এই নিয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর উপপরিচালক প্যাট্রিক লেচলেইটনার জানান, প্রতিবছর তাদের কর্মীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে প্রতিবছরই তারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করেন।

হিসাব অনুসারে, এক থেকে দেড় কোটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে আসছে। তবে ট্রাম্প ও তার সমর্থকদের দাবি, এই সংখ্যা আরও অনেক বেশি।

সারাবাংলা/এইচআই

অভিবাসনপ্রত্যাশী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর