Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৮:২২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

ল্যাবএইড হাসপাতালে গিয়ে হাসান আরিফের মরদেহের পাশে কিছু সময় কাটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে গিয়ে হাসান আরিফের মরদেহের পাশে কিছু সময় কাটান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাসিন আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী একজন বিশিষ্ট মানুষ ছিলেন। এখন যে ট্রানজিকশনের পিরিয়ডটা, গণতন্ত্র উত্তরণের যে কাজ শুরু হয়েছে, এই সময়টা তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে একজন সুহৃদ হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

‘হাসান আরিফের চলে যাওয়ার যে শূন্যতা, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাছির উদ্দীন ওয়াসীম ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এর আগে, বিকেল ৩টার দিকে হৃদরোগের আক্রান্ত হলে হাসান আরিফকে ল্যাব এইড হাসপাতালের নেওয়া হয়। ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল মৃত্যু শোক হাসান আরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর