Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসান আরিফের মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২১:২০

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুৎ হননি। তার মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হল।’

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এর আগে, বিকেল ৩টার দিকে হৃদরোগের আক্রান্ত হলে হাসান আরিফকে ল্যাব এইড হাসপাতালের নেওয়া হয়। ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সারাবাংলা/এজেড/এসআর

ফখরুলের শোক হাসান আরিফের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর