Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২১:৪০

গণআন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদপুরে গণআন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘আন্দোলন সংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি বিএনপি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সর্বোপরি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গৌরবজ্জ্বল অবদান ছিল বিএনপির। সুতরাং বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তবে, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দল গঠন করা হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশীজনদের গণতন্ত্রের মুল্যবোধকে শ্রদ্ধা করতে হবে। স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব ক্রিমিনাল একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে, তা অপরাধীদের দল হবে।’

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে, তা প্রলম্বিত রোডম্যাপ। জনগণ তা প্রত্যাশা করেনি। বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। তারা কিন্তু উট পাখির ন্যায় বালির নিচে মাথা গুঁজে নেই। অন্তর্বর্তী সরকারকে মেপে চলতে হবে। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অর্ন্তবর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব বিপন্ন হতে পারে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল নেতা ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, হাসনাইন নাহিয়ান সজিব প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

গণআন্দোলন টপ নিউজ রুহুল কবির রিজভী শহিদ পরিবার

বিজ্ঞাপন

বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন
২০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪

আরো

সম্পর্কিত খবর