Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠকের ভালোবাসায় রাঙাতে চাই জীবনের শেষ ইনিংস: মাহমুদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২১:১৬

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার নবযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ২২ ডিসেম্বর আবারও পাঠকের দোরগোড়ায় হাজির হচ্ছে দৈনিক আমার দেশ। পত্রিকাটির সম্পাদক হিসেবে যথারীতি থাকছেন মাহমুদুর রহমান। জীবন সায়াহ্নে এসে তিনি জানালেন নতুন স্বপ্নের কথা। পাঠক-দর্শকের ভালোবাসায় বাকি দিনগুলো পাড়ি দিতে চান। এ জন্য পত্রিকার মাঠে সঠিক তথ্য তুলে ধরে জীবনের শেষ ইনিংসটি রাঙিয়ে তুলতে চান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার নবযাত্রা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

তিনি বলেন, ‘এটা আমার জীবনের শেষ ইনিংস। জীবনের শেষ ইনিংসটি আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।’

পত্রিকাটির স্লোগান ‘সর্বদা স্বাধীনতার কথা বলে’ উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকেই মিডিয়াতে একটা ইসলামোফাবিয়া আছে। আমরা এই ইসলামোফোবিয়া মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।’

মাহমুদুর রহমান বলেন, ‘গত ১৭ বছর হাসিনা পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশ আগেই লেখা শুরু করছিল।’

বিজ্ঞাপন

পত্রিকার সম্পাদকীয় নীতির কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ। অথচ ফিলিস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিনের কোনো সংবাদ যায় না। আমাদের পত্রিকায় কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লেখা থাকবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে দালালির কারণে মানুষের পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মধ্যে পত্রিকার প্রতি আস্থা বাড়াব। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকালবেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।’

আমার দেশ সম্পাদক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ভিকটিম (ক্ষতিগ্রস্ত), অসহায় মানুষেরা ক্ষমতাবানদের কাছে ভিকটিম, আমার দেশ অসহায় মানুষের পাশে থাকবে। আর এজন্য অসহায় মানুষের জন্য আমার দেশ পত্রিকার দরজা সব সময় খোলা থাকবে। ইনশাআল্লাহ।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, ‘আমরা স্বাধীনতার কথা বলবো। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি। এখনো করব না। হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে অতিরিক্ত কাভারেজ দেই নাই। এখনও কোনো দলের সঙ্গে আমাদের সম্পর্কে নাই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে থাকব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ফিচার এডিটর কবি আবদুল হাই শিকদার, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

আমার দেশ পত্রিকা দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর