হাসান আরিফের মৃত্যুতে চরমোনাই পীরের শোক
স্পেশাল করসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮
২০ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮
ঢাকা: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মত্যুতে শোক করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘হাসান আরিফ দেশের খ্যাতনামা একজন আইনজীবী হিসেবে আইনাঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের কল্যাণে তিনি দুইবার সরকারের উপদেষ্টা ও এ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সারাবাংলা/এজেড/এইচআই