খুলনায় ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
২১ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮
খুলনা: খুলনার রূপসা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আইচগাতী ইউনিয়নের পুটিমারী বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নানা রং ও আকারের ঘোড়ার এই দৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হয়েছিল।
ঘৌড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করে জে. কে. এস ক্রীড়া সংস্থা। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৫টি দৌড় প্রতিযোগীতা শেষে প্রথম থেকে পঞ্চমতম ঘোড়ার সওয়ারকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮ টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১ম এবং ২য় স্থান অধিকার করে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ আলী, ৩য় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মোহাম্মদ ইসমাইল এবং ৪র্থ স্থান অধিকার করে সাতক্ষীরা থেকে আসা বাবু ঢালী এবং ৫ম স্থান অধিকার করে একই জেলা থেকে আগত ইমরান।
খুলনা মহানগরীর দোলখোলা এলাকা থেকে আসা দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আগে বিভিন্ন স্থানে খেলাগুলো দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর দেখা যায় না। দীর্ঘদিন পরে ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে পেরে খুব খুশি লাগছে।’
দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মালিকরা জানান, ঘোড়া পালন করা অনেক ব্যয়বহুল, তবু গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে ধরে রাখতে ও মানুষকে সুষ্ঠু বিনোদন দিতে পারাটাই আমাদের কাছে আনন্দের। আমরা অনেক টাকা ব্যয় করে এই ঘোড়া লালন পালন করি। ঘৌড় দৌড় প্রতিযোগিতা বেশি বেশি না হলে আমরা এই সংস্কৃতি বেশি দিন ধরে রাখতে পারব না।
ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক শেখ শফিকুল ইসলাম বলেন, সময়ের আবর্তনে ঘোড়া দৌড় প্রতিযোগীতা বিলুপ্ত প্রায়। আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, বিগত সরকারের পতনের পর বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে। সারাদেশে এখন তৃনমুল পর্যায়ের জনসাধারণ শান্তিতে বসবাস করছে। একারনে মানুষ এখন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মন খুলে অংশগ্রহণ করছে।
তিনি আরও বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে এদেশের যুব সম্প্রদায় কে মাদকের করাল গ্রাস থেকে সরিয়ে আনা সম্ভব। একারনে বাংলাদেশের প্রতিটি মাঠে ফুটবল, ক্রিকেট,ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি যাবতীয় ক্রীড়াচর্চা করতে হবে যুবক এবং কিশোরদের। কেননা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চায় মগ্ন থাকলে তাদের মন মানসিকতা উন্নত স্তরে পরিনত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শেখ আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, সমাজসেবক মঈন আহম্মেদ জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ আরও অনেকে।
সারাবাংলা/এনজে