লা লিগা
অ্যাটলেটিকোর বিপক্ষে ‘কঠিন পরীক্ষার’ অপেক্ষায় ফ্লিক
২১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯
মৌসুমের প্রথম ১০ ম্যাচ জিতে লা লিগায় উড়ন্ত সূচনা পেয়েছিলেন তারা। তবে উড়তে থাকা বার্সেলোনা গত দেড় মাসে নেমে এসেছে মাটিতে। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত বার্সার শীর্ষস্থান এখন হুমকির মুখে। আজ রাতে অলিম্পিক স্টেডিয়ামে লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। হাই ভোল্টেজ ম্যাচের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, অ্যাটলেটিকোর বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে তাদের।
গত ৬ ম্যাচের ৫টিতেই জয়হীন বার্সা। অন্যদিকে নিজেদের টানা ১১ ম্যাচ জিতে উড়ছে অ্যাটলেটিকো। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলেই বার্সাকে ছুঁয়ে ফেলেছে অ্যাটলেটিকো। আজ বার্সাকে হারালেই মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে উঠবে ডিয়েগো সিমিওনের দল।
বিপর্যস্ত বার্সা অ্যাটলেটিকোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে, স্বীকার করছেন ফ্লিক, ‘আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে মোটেও খুশি না। তবে মৌসুমের শেষ পর্যন্ত আমরা লড়াইটা চালিয়ে যেতে চাই। আমরা শিরোপা জিততে চাই। কাজটা সহজ হবে না সেটাও জানি। আমাদের সমর্থকরা অনেক আশা নিয়ে অপেক্ষা করছেন। আমরা এই মৌসুমে পাঁচজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি। তবে দলের সদস্যরা সবাই নিজেদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছেন। অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে দলকে।’
হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে বধ্য পরিকর ফ্লিক, ‘বছরের শেষপ্রান্তে আছি আমরা। দারুণ একটা ম্যাচ হবে। তারা আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্লাব। গত কয়েকটা ম্যাচ আমাদের ভালো কাটেনি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। আমাদের অন্যতম সেরা তারকা ইয়ামাল থাকবে না। এটা মেনে নিয়েই দল গোছাতে হবে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’
সারাবাংলা/এফএম