Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদে, বিকল্প পথে চলাচলের অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদে। ছবি: সারাবাংলা

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক তুরাগ নদে পড়ে গেছে। এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তবে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২১ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান।

তিনি বলেন, ভোরে পাথর বোঝাই একটি ট্রাক পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে গিয়ে পড়ে যায়। তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা  নেবেন।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে ঢাকা থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেতুটি পার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে গেলে সেটা ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ আরেক ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তারা।

এ ঘটনায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টঙ্গী জোন) জাফর আহমেদ।

তিনি বলেন, তুরাগ নদের ওপর তিনটি বেইলি ব্রিজের মধ্যে দুটি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করত। একটি ভেঙে যাওয়ায় অপরটি দিয়ে গাজীপুর থেকে রাজধানীতে প্রবেশ করলেও রাজধানী থেকে গাজীপুরগামী যানবাহনকে বিআরটি প্রকল্পের উড়াল সেতু ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, অপরদিকে আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক ব্যবহার করে যানবাহন ঢাকা থেকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকায় যেতে পারছে না। কামারপাড়া-টঙ্গী অংশে জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ভোরে পাথর বোঝাই একটি ট্রাক পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে গিয়ে পড়ে যায়। ছবি: সারাবাংলা

ইতোমধ্যেই বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি ট্রাফিক আপডেট জানানো হয়েছে বলেও জানান তিনি।

আপডেটে জানানো হয়, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, কয়েক মাস ধরে ঢাকা থেকে গাজীপুরমুখী একটি বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয় বিআরটি প্রকল্পের সংশ্লিষ্টরা। তাতে ঢাকা থেকে গাজীপুরগামী যানবাহনগুলো ওই ব্রিজ দিয়ে পারাপার হতো। ইতোপূর্বে আমরা যানবাহনের চালকদের সতর্ক করে মহাসড়কের পাশে একটি নির্দেশনা বোর্ড ঝুলিয়ে দিয়েছিলাম।

এই প্রকৌশলী বলেন, ব্রিজ তিনটি নির্মাণের পর আমরা বিআরটি প্রকল্পের কাছে হস্তান্তর করি। তবে দেখভালের দায়িত্বে উভয়েই রয়েছে। সড়ক বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি অপসারণ করার কাজ শুরু করতে পারে।

সারাবাংলা/এসবি/ইআ

গাজীপুর বেইলি ব্রিজ

বিজ্ঞাপন

খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর