Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে হাসান আরিফের জানাজায় আইন অঙ্গনের মানুষের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬

হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণের প্রধান ভবনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইন অঙ্গনের ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে জানাজা পড়ানো হয় হাসান আরিফের। জানাজা পড়ান হাইকোর্ট মসজিদের ইমাম মুফতি হাফেজ আবু জাফর সালেহ্। এরপর তৃতীয় জানাজা পড়ানোর জন্য তার মরদেহ বাংলাদেশ সচিবালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে আগামী ২৩ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

হাসান আরিফের জানাজায় আইন অঙ্গনের মানুষের ঢল। ছবি: সারাবাংলা

বাংলাদেশ হাইকোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, হাসান আরিফ সাহেব প্রতিভাবান একজন মানুষ। তিনি একজন বিশ্বাসযোগ্য সরল মানুষ ছিলেন। তার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে নি। আইন অঙ্গনে তার কর্মকাণ্ড রেফারেন্স হিসেবে থাকবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাসান আরিফ ছিলেন আইনের পণ্ডিত। তার মৃত্যুতে আইন অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হয়েছে। দেশের জন্য তিনি নীরবে কাজ করে গেছেন।

বিজ্ঞাপন

হাইকোর্ট প্রাঙ্গনে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, আরিফ সাহেব ছিলেন আইন অঙ্গনের ধ্রুবতারা। তার মৃত্যুতে আইন অঙ্গন এক ধ্রুবতারা হারিয়েছে।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসান আরিফকে ল্যাব এইড হাসপাতালের নেওয়া হয়। ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- উপদেষ্টা হাসান আরিফ আর নেই

উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নিয়েছেন।

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। এর পর তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাইকোর্ট প্রাঙ্গনে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এ এফ হাসান আরিফ। এ ছাড়া বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি, এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন- ধানমন্ডিতে হাসান আরিফের প্রথম জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

আরও পড়ুন- বাদ এশা ধানমন্ডিতে, শনিবার হাইকোর্টে হাসান আরিফের জানাজা

সারাবাংলা/এএইচএইচ/এমপি

উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানাজা হাইকোর্ট প্রঙ্গন

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর