Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইইউয়ের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬

এবার ইইউ’র ওপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি

কানাডা, মেক্সিকো ও চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলেই আরও বেশি হারে শুল্ক আরোপ করবেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। আগামী মাসেই দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘ইইউ’কে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে!’

এদিকে, ইইউ’র একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র যদি উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব নয়।

ইতোমধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোতে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এই শুল্ক ইইউর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

উল্লেখ্য,বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বড় আমদনিকারক ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালে ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছিল ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের। বিপরীতে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের। ফলে সে বছর ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর