Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬

ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

বলিভিয়ার আন্দেস এলাকার একটি মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

শুক্রবারের (২০ ডিসেম্বর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বলিভিয়ার পুলিশ এ তথ্য দিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজের উরুরো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষম বাসটি পড়ে থাকা বেশ কিছু মরদেহের পাশে দাঁড়িয়ে আছে।

এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস বলেন, ঘটনাস্থলে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

তিনি জানান, আরও তিনজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাদের কাছাকাছি এল আলটো শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, দেশটির পশ্চিমাঞ্চলে গো জুলাইয়ে ট্রাক ও বাসের মখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হন।

সারাবাংলা/ইআ

বলিভিয়া বাস-ট্রাক সংঘর্ষ

বিজ্ঞাপন

খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর