Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ও পুঁজিবাজারের অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১৪

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক ও পুঁজিবাজারের অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে। তবে পুঁজিবাজারে সূচক কমলেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে সরাতে হবে- এমন দাবি করা একেবারে ঠিক না।

শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংকিং অ্যালামনাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, সঠিক তথ্য-উপাত্ত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের দেশে ব্যাপক তথ্য বিভ্রাটের কারণে বিভ্রান্ত হতে হয়। তথ্য বিভ্রাটের ক্ষেত্রে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তথ্যের গুণগত মান ঠিক রাখতে হবে। ব্যাংকিং অ্যালামনাইয়ের মতো পুঁজিবাজারের জন্যও একটি ইন্ডিপেন্ডেন্ট কিছু বের করতে পারলে ভালো হতো।

তিনি আরও বলেন, একটি ন্যাশনাল সিঙ্গেল উনডো করা যেতে পারে। এর ফলে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পাবে। এতে ব্যবসায়ীদের ১০ জায়গায় দৌড়াতে হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাই, যাতে বিশৃঙ্খলা না হয়। আমরা ইতোমধ্যে বিভিন্ন বোর্ডে পরিবর্তন এনেছি।

সারাবাংলা/জিএস/ইআ/আরএস

অর্থ উপদেষ্টা ব্যাংক ও পুঁজিবাজার

বিজ্ঞাপন

বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১০

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর