Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩

পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

নরসিংদী: জেলার মাধবদীতে এক পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পাওয়ারলুম মালিক মাধবদী থানার কাঠালিয়া এলাকার আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৫)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কাঠালিয়ায় পাওয়ারলুম সংশ্লিষ্টতা নিয়ে মালিক-শ্রমিকদের বাগবিতন্ডার এক পর্যায়ে মালিককে পিটিয়ে হত্যা করে শ্রমিকেরা। পরে অন্য শ্রমিকরা পুলিশে খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় সন্দেহভাজন চার শ্রমিককে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পাশাপাশি সম্পৃক্ত থাকার প্রাথমিক সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় ৪ জন পাওয়ারলুম শ্রমিককে আটক করা হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নরসিংদী পাওয়ার লুম শ্রমিক নিহত

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর