Monday 30 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল-ধর্মের ব্যবধান করবেন না: জামায়াত নেতা শাহজাহান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭

বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমীর শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: মানুষের মধ্যে দল এবং ধর্মের ব্যবধান তৈরি না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমীর শাহজাহান চৌধুরী।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর দেওয়ানবাজারে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, ‘মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না।’

তিনি বলেন, ‘আসুন, আমরা দল-ধর্মের নামে মানুষের মধ্যে যেন কোনো ব্যবধান না করি। দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোবাবিলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই।’

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর কমিটির নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আবু বকর রফিক আহমদ, ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আবু তাহের, বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ আবু নোমান, নগর কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী।

সারাবাংলা/আরডি/ইআ

আমীর শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

ঢাকাকে উড়িয়ে রংপুরের শুভ সূচনা
৩০ ডিসেম্বর ২০২৪ ২২:১০

আরো

সম্পর্কিত খবর