প্রিপেইড মিটার বন্ধের দাবি
নওগাঁয় বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণা
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
নওগাঁ: নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এসময় বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পিডিবির অফিস ঘেরাও করা ঘোষণা দেওয়া হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি নওগাঁ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎপল সাহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি নওগাঁ শাখার সমন্বয়ক আলিমুর রেজা রানা, সিপিবির নওগাঁ শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, দেওয়ান আহসান, জাহিদ রাব্বানী ও বিন আলী পিন্টু।
বক্তারা বলেন, পিডিবির সঙ্গে চুক্তিভিত্তি বে-সরকারি কোম্পানি প্রিপেইড মিটার স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতিমাসে মিটার ভাড়া, ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এসময় বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বন্ধের দাবি করা হয়। দ্রুত এ প্রিপেইড মিটার বন্ধ করা না হলে পিডিবির অফিস ঘেরাও করা ঘোষণা দেওয়া হয় ।
এ বিষয়ে জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী নওগাঁ-১ তানজীমুল হক বলেন, সরকার চাচ্ছে যেন বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের বিড়ম্বনা পড়তে না হয়। তাই সকল ক্ষেত্রে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নওগাঁতে কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, প্রিপেইড মিটার স্থাপন করা হলে গ্রাহক সুফল পাবেন।
সারাবাংলা/এসআর