Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক সংস্কারের আলাপটা কেউ তুলছেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পচন ধরেছে, সেখান থেকে উত্তরণে অন্তর্বতীকালীন সরকারকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা হয়েছে। এটাকে টিকিয়ে রেখে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে কিছু সংস্কার করতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে। সেটা এই সরকারকে দিয়ে শুরু করতে হবে। তবে সবকিছুর আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। রাজনৈতিক সংস্কার ছাড়া কোন সংস্কার অর্থবহ ও টেকসই হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : আইনশৃঙ্খলা প্রসঙ্গ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সিজিএস চেয়ারম্যান মুনিরা খান।

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, রাজনৈতিক সংস্কারের আলাপটা কেউ তুলছেন না। সবাই দেশে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার কথা বলছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কি লিডারশীপ নির্বাচন থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা অন্যান্য কর্মকান্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোন প্রতিফলন দেখা যায়? রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র কীভাবে গণতান্ত্রিক হবে? প্রতিষ্ঠান কীভাবে গণতান্ত্রিক হবে?

তিনি বলেন, আমি চাই, এ আওয়াজটা আপনাদের সবার দিক থেকে আসুক যে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিস্তৃত করার জন বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার । রাজনীতির যদি সংস্কার না হয়, তাহলে যত সংস্কার ও ভাল ভাল প্রস্তাব দেওয়া হোক না কেন, সেগুলোর বাস্তবায়ন নিয়ে সংশয় থেকে যায়।

প্রসঙ্গক্রমে নূর বলেন, বিগত ওয়ান/ইলেভেনের সময় ২০০৭ সালে ইউএনডিপির সহযোগিতায় একটা পুলিশ কমিশন গঠনসহ বেশকিছু সংস্কার প্রস্তাব উঠেছিল। পরে রাজনৈতিক সরকার কি সেগুলো বাস্তবায়ন করেছে?

তিনি আরও বলেন, অন্যদিকে র‌্যাব প্রসঙ্গে বিগত সরকারই বলেছিল যে, বিদেশীদের প্রেসক্রিপশনে র‌্যাব তৈরি করা হয়েছে। আমাদের দেশের আইনশৃংখলা বাহিনীকে আমরা অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে ক্ষুণ্ন করছি।

বিজ্ঞাপন

সাবেক ভিপি বলেন, আমাদের আইনশৃংখলা বাহিনী অবশ্যই অপরাধ করেছে। সেটার একটা বিচার বা সেটা নিয়ে কথা যেতে পারে। কিন্তু ঢালাওভাবে আমরা সমস্ত প্রতিষ্ঠানকে বিদেশী কথায় বা প্রভাবে যদি বিতর্কের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু জাতি হিসাবে দেশ হিসাবে সেটা আমাদের জন্য অমর্যাদাকর।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশীরা বলছে যে, আমাদের দেশের মাইনরিটিরা নির্যাতিত হচ্ছে কিংবা মাইনরিটিরদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা যদি জাস্টিফাই না করে বিদেশীদের কথাটাকে একনলেজ (স্বীকার) করে নেই- সেটা যৌক্তিক হবে না। এসব বিষয়ে যেসব নন-গর্ভনমেন্ট অর্গানাইজেশন আছে, তাদেরও কিছুটা দায়িত্বশীল হতে হবে। বিদেশী আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে, তাদের সাথে আমাদের যে সমস্ত এনজিওগুলো কাজ করছে, তাদের উচিত এ বিষয়ে সঠিক অবস্থান তুলে ধরা।

তিনি বলেন, সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, পাবলিক টয়লেট উদ্বোধন করা না। আমাদের দেশে যেটা আমরা দেখি। এক লাখ টাকার একটা উন্নয়নমূলক ছোটখাট গ্রামের রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করতে এমপি যান তিন লাখ টাকা খরচ করে। সে ক্ষেত্রে আমাদের সংসদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা আসছে কিংবাএকটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়গুলো আসছে- এগুলো যদি আমরা কিছুটা আমলে নিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়ত অনেক দিকের সংস্কার সম্ভব।

সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান,পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য এম এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সাবেক জজ ইফতেদার আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসাইন,পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মাহবুবুর রহমান,রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সুপ্রীম কের্টের আইনজীবী রাসনা ইমাম প্রমুখ।

সারাবাংলা/এনআর/আরএস

সংস্কার সাবেক ভিপি নুরুল হক নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর