Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পথচারী মো. বাপ্পী জানান, দুপুরে মগবাজার রেলগেটের পাশে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাজীপাড়া এলাকায়। আপনের বাবা গোলাম মোস্তফা অনেক আগেই মারা গেছে। আর মা বিয়ে করে অন্য জায়গায় থাকেন।

শরিফুল ইসলাম বলেন, ‘ঢাকায় মগবাজার এলাকায় থাকতেন আপন। তবে ভবঘুরে জীবনযাপন করতেন। জানতে পেরেছি মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে এসে আপনের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে মগবাজার এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। চিকিৎসিধীন অবস্থায় মারা যায়। পথচারীরা জানান, ট্রেন ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর