Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান(৫৮) এবং তার বড় ছেলে জাহিদ(২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজ শেষ করে বাবা ও ছেলে দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি অটোরিক্সাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত‍্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইল বাবা-ছেলের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর