Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল নেই, বিভ্রান্ত হবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২০:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২৩:১১

ছবি: সারাবাংলা

ঢাকা: ‘জনশক্তি’নামে কোনো রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ভুল তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দেখেছি- বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

জাতীয় নাগরিক কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর